req: chord for Shonoaro palongker ghore by krishnokoli

Discussion in 'Bengali Guitar Tabs - Submit or Request' started by mdraj, Apr 4, 2009.

  1. mdraj

    mdraj New Member

    সোনার ও পালঙ্কের ঘরে
    ছবি/অ্যালবাম: মনপুরা
    শিল্পী: কৃষ্ণকলি

    সোনার ও পালঙ্কের ঘরে লিখেরেখে ছিলেম দ্বারে,
    যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
    সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…

    বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা,
    এপার ওপার কোন পার একা (২ বার)

    যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে,
    সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে…

    মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা,
    মনে বন্ধু বড় আসা (২ বার)

    যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে,
    চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে,

    যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
    সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে,

    সোনার ও পালঙ্কের ঘরে লিখেরেখে ছিলেম দ্বারে,
    যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
    সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…
     

Share This Page