have lyrics:

খেলিছ এই বিশ্ব লয়ে
নজরুল সংঙ্গীত

খেলিছ এই বিশ্ব লয়ে
বিড়াট শিশু আনমনে ---- ২
প্রলয়ও সৃষ্টি তব
পুতুলও খেলা
নিরজনে প্রভু নিরজনে
খেলিছ এই বিশ্ব লয়ে
বিড়াট শিশু আনমনে
খেলিছ

শুন্যে মহা আকাশে
তুমি মগ্ন লিলা বিলাসে--- ২
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে
খেলিছ এই বিশ্ব লয়ে
বিড়াট শিশু আনমনে
খেলিছ

তারকা রবি শশি খেলনা তব হে উদাসি
পরিয়া আছে রাঙ্গা পায়েরও কাছে রাশি রাশি --- ২
নিত্য তুমি হে উদার
শুখে দুঃখে অবিকাশ ---- ২
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে
খেলিছ এই বিশ্ব লয়ে
বিড়াট শিশু আনমনে
খেলিছ